Pages

টারডিগ্রেড - এক বিস্ময়কর জীব

টারডিগ্রেড একটি আণুবীক্ষণিক জলজ জীব ।  জলের বাইরে এরা দেহকে একটি শক্ত গোলাকার আকৃতির রূপ প্রদান করে যা তুন ( Tun ) নামে পরিচিত । Cryptobiosis পদ্ধতিতে এরা শুষ্ক পরিবেশে দীর্ঘ কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে । এদের দেহ পাঁচটি খণ্ডে বিভক্ত , এবং আটটি পা ও সব পায়ে নখের মত অংশ রয়েছে । বিজ্ঞানী যোহান আগস্ট ইফ্রয়িম গোজ সর্বপ্রথম জার্মান ভাষায় এদের নাম রেখেছিলেন "Tardigrade kleiner Wasserbär" যার অর্থ - ছোট্ট জল ভাল্লুক । এখন পর্যন্ত প্রায় ১১৫০ ধরণের টারডিগ্রেট প্রজাতি খুজে পাওয়া গিয়েছে । প্রায় -২০০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ও এরা বেঁচে থাকতে পারে । ২০০৭ ও ২০১১ সালে এদেরকে মহাকাশে পরীক্ষামূলক ভাবে পাঠানো হয়। এরাই পৃথিবীর এক মাত্র জীব যারা মহাকাশে দীর্ঘদিন সময় কাটিয়ে পুনরায় পৃথিবীতে ফিরে এসেছে । আরও জানতে ক্লিক করুনঃ- http://en.wikipedia.org/wiki/Tardigrade ,