Pages

এরাটোস্থেনিস ( Eratosthenes )

Eratosthenes_0
 Eratosthenes

এরাটোস্থেনিসঃ         

                            ভৌগোলিক এরাটোস্থেনিস খ্রিষ্ট পূর্ব ২৭৬ তে  উত্তর আফ্রিকার সাইরিনে ( বর্তমান নাম লিবিয়া ) জন্মগ্রহন করেন । তিনি ছিলেন একাধারে দার্শনিক , গনিতজ্ঞ, কবি, সঙ্গীতজ্ঞ, ভৌগোলিক ও জ্যোতির্বিদ । তিনি খুব পড়তে ভালবাসতেন , আর সেই ভালবাসাকে টিকিয়ে রাখতে তিনি আলেকজান্দ্রিয়ার লাইব্রেরীর  প্রধান গ্রন্থাগারিক হয়েছিলেন  ।
আলেকজান্দ্রিয়ার লাইব্রেরী 
 ভৌগোলিক এরাটোস্থেনিস প্রথম "Geography" শব্দটি ব্যবহার করে পড়াশোনার এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন । তিনি সর্ব প্রথম স্টেডিয়া পদ্ধতি প্রয়োগ করে পৃথিবীর পরিধি নির্ণয়ের চেষ্টা করেন । তিনিই প্রথম সঠিক ভাবে পৃথিবীর অক্ষের হেলন বা  Tilt of the Earth’s axis নিরূপণ করেন এবং পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব , লিপইয়ার   প্রভৃতি গণনা করেন । এমনকি , তিনিই প্রথম দ্রাঘিমারেখা ও অক্ষরেখা বিশিষ্ট তৎকালীন বিশ্বের মানচিত্র অঙ্কন করেন । 

এরাটোস্থেনিস অঙ্কিত মানচিত্র 
এরাটোস্থেনিস অঙ্কিত মানচিত্র 
এরাটোস্থেনিস বৈজ্ঞানিক কালপঞ্জি (scientific chronology) প্রতিষ্ঠাতা ছিলেন ।  তিনি ট্রয় এর বিজয় থেকে প্রধান সাহিত্যিক ও রাজনৈতিক ঘটনা তারিখ সংশোধন করে বর্ণনা করেছেন । সংখ্যা তত্ত্বেও ওনার অবদান রয়েছে , তিনি মৌলিক সংখ্যা নির্ণয়ের এক বিশেষ পদ্ধতি আবিস্কার করেন । 





তথ্যসূত্র  ঃ ১) http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Biographies/Eratosthenes.html
               ২) http://en.wikipedia.org/wiki/Eratosthenes
              ৩) http://www.heritage-history.com/maps/ancient/class003.jpg
              ৪) http://www.utexas.edu/courses/introtogreece/cc301/anclibalexext.html